Breaking News
Loading...
Monday, December 29, 2014

আজ মঙ্গলবার 30/12/14 প্রাথমিক সমাপনী ও জেএসসি- জেডিসি ফল প্রকাশ
আসসালামুআলাইকুম। আজ মঙ্গলবার একযোগে পিএসসি এবং জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
সকল সমাপনি/ এবতেদায়ী  ও জেএসসি/ জেডিসি পরীক্ষার্থীদের আগাম অভিনন্দন।
সহজে যেভাবে পাওয়া যাবে জেএসডি-জেডিসির ফল ও প্রাথমিক সমাপনীর ফলঃ
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে।
সমাপনি/ এবতেদায়ী  ও জেএসসি/ জেডিসি পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএসএম, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল http://www.dpe.gov.bd ও http://dpe.teletalk.com.bd এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা হবে।

SMS এর মাধ্যমে JSC, PSC, & JDC এর রেজাল্ট জানতে-
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার রেজাল্টঃ
DPE<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>2014
ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার রেজাল্টঃ
EBT<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>2014
জেএসসি পরীক্ষার রেজাল্টঃ
JSC <space> First 3 letters of board <space> Roll Number <space> 2014
জেডিসি পরীক্ষার রেজাল্টঃ
JDC <space> MAD <space> Roll Number <space> 2014
এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।

3 মন্তব্য(গুলি):

  1. Dear admin, i am really very happy to get this website. Because here you have shared details information about PSC Result. I hope everyone can check their PSC Result 2018 Bangladesh education board from here. Thanks again.

    ReplyDelete
  2. PSC Result 2019 has been published by Bangladesh Education Board. The result can be downloaded with marks. Anyone can check their PSC Result from here. psc result

    ReplyDelete